০৪ অক্টোবর ২০২৫, ০৯:৫৭ পিএম | আপডেট: ০৪ অক্টোবর ২০২৫, ০৯:৫৭ পিএম প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আমন্ত্রণে সাড়া দিয়ে আগামী ৮ অক্টোবর ভারতে আসছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। প্রধানমন্ত্রী হিসাবে এটাই তার প্রথম ভারত সফর। আসন্ন সফরে মুম্বইতে এক সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানেও উপস্থিত থাকবেন ব্রিটিশ প্রধানমন্ত্রী। শনিবার (৪ অক্টোবর) ভারতের পররাষ্ট্রমন্ত্রণালয়ের তরফে জানানো হয়েছে, গত জুলাই মাসেই ব্রিটেন সফরে গিয়ে প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারকে ভারত সফরে আসার আমন্ত্রণ জানিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেই আমন্ত্রণে সাড়া দিয়ে ৮ অক্টোবর বুধবার দিল্লি পৌঁছবেন ব্রিটিশ প্রধানমন্ত্রী। পরের দিন ৯ অক্টোবর দুই প্রধানমন্ত্রীই যাবেন মুম্বাইতে। সেখানে ষষ্ঠ বিশ্ব ফিনটেক সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে হাজির থাকবেন। পাশাপাশি একান্তেও বৈঠক করবেন। দুই রাষ্ট্রপ্রধান ভারত ও ব্রিটেনের মধ্যে থাকা অর্থনৈতিক ও বাণিজ্য চুক্তির (CETA) সুযোগগুলি নিয়ে বণিকসভার সদস্য এবং শিল্পপতিদের...