বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও রাজবাড়ী-১ আসনের সাবেক সংসদ সদস্য আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম বলেছেন, “জামায়াত আজকে পিআরের নামে নির্বাচন না করার যে পাঁয়তারা করছে এবং বিএনপির সঙ্গে যে দূরত্ব তৈরি করছে, এর ফলাফল জামায়াতের জন্য খুব ভালো হবে না।” শনিবার (৪ অক্টোবর) বেলা ১১টায় রাজবাড়ী পৌরসভার কমিউনিটি সেন্টারে জাতীয়তাবাদী ওলামা দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম বলেন, “জামায়াতে ইসলামী গোপনে আওয়ামী লীগের লোকজনের সঙ্গে যোগাযোগ করছে। গত ৫ আগস্টের আগে যারা ছাত্রলীগ করত, তারা এখন বলে তারা শিবির করে। জামায়াত বিভিন্ন জায়গায় আওয়ামী লীগের লোকজনকে ভাগিয়ে নিচ্ছে। এই কাজগুলো করে জামায়াত বিএনপির সঙ্গে যে দূরত্ব তৈরি করেছে, সেটা তাদের জন্য শুভ হবে না।”...