রাষ্ট্র কোনও ছেলে খেলা নয়। জনগণের ভাগ্য নিয়ে কাউকে ছিনিমিনি খেলতে দেওয়া হবে না বলে মন্তব্য করেছেন বাংলাদেশে জাতীয়তাবাদী দলের (বিএনপি) স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ। শনিবার (৪ অক্টোবর) দুপুরে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে এক আলোচনা সভায় জুলাই সনদ ও সংখ্যানুপাতিক পদ্ধতি নিয়ে জামায়াতসহ কয়েকটি দলের আন্দোলনের প্রতি ইঙ্গিত করে তিনি এসব কথা বলেন। দলের ৩৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ‘গণঅভ্যুত্থান পরবর্তী জাতীয় ঐক্যমত প্রতিষ্ঠা, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনে গণতান্ত্রিক উত্তরণে করণীয়’ শীর্ষক এই আলোচনা সভার আয়োজন করে ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টি(এনডিপি)। সভায় সালাহউদ্দিন আহমেদ বলেন, ‘আইনিভাবে বৈধ এবং সাংবিধানিক প্রক্রিয়া ছাড়া দেশের সংবিধানকে পরিবর্তনের কোনও অধিকার কারও নেই। তাহলে পরবর্তী সময়ে এমন পরিস্থিতির নজির সৃষ্টি হবে, যা বারবার কোনও না কোনও দাবির মুখে পড়বে।’ তিনি বলেন, ‘রাষ্ট্র কোনও ছেলে খেলা নয়। ১৮ কোটি...