নিজের অভিনয় দিয়ে শুরু থেকেই বেশ আলোচনায় আছেন টাঙ্গাইলের সন্তান ফররুখ আহমেদ রেহান। যার অভিনয়ের যাত্রাটা শুরু হয়েছিল ২০২৪ সালের একেবারে শেষপ্রান্তে মিজানুর রহমান আরিয়ানের ‘যুগল’ নাটকে অভিনয়ের মধ্যদিয়ে। এতে তার বিপরীতে ছিলেন নাজনীন নীহা। এর পরেই সবার দৃষ্টিতে চলে আসেন রেহান। শুরু হয় তাকে নিয়ে আলোচনা। বেশ কয়েকজন নির্মাতা তাকে নিয়ে কাজ শুরু করেন। মেহজাবীন চৌধুরীর সঙ্গে ওয়েব ফিল্ম ‘নীল সুখ’-এ রেহানের অভিনয় নিয়ে আরও আলোচনায় চলে আসেন। যে কারণে তার কাজের ব্যস্ততা বেড়ে যায়। শনিবার তিনি একটি ফ্যাশন হাউসের ফটোশ্যূটে অংশ নিয়েছেন। এছাড়াও আরও বেশকিছু ভালো কাজের সঙ্গে তিনি নিজেকে সম্পৃক্ত করেছেন যা প্রচারে এলে রেহান চলে যাবেন এক অনন্য উচ্চতায়। আগামী নভেম্বরে রেহান বেশকিছু ফিকশনে কাজ করবেন। সেই কাজগুলো নিয়ে এখন নানান ধরনের প্রস্তুতি চলছে। প্রতিটি কাজ...