পাকিস্তানেরসবচেয়ে বড় সঙ্গীত উৎসব ‘পাকিস্তান আইডল ২০২৫’ এক জমকালো আয়োজনে আজ শনিবার (৪ অক্টোবর ২০২৫) যাত্রা শুরু করছে। দেশের শীর্ষ বিনোদন চ্যানেল জিও টিভি-তে শুরু হচ্ছে এই মর্যাদাপূর্ণ প্রতিযোগিতা। পাকিস্তান আইডলের এক মুখপাত্র জানান, সুক্কুর, মুলতান,লাহোর, রাওয়ালপিন্ডি, ইসলামাবাদ ও করাচি থেকে হাজারো প্রতিভাবান তরুণ-তরুণী অডিশনে অংশ নিয়ে তাদের সুরেলা কণ্ঠে বিচারকদের মুগ্ধ করেছেন। হাজারও অংশগ্রহণকারীর মধ্য থেকে নির্বাচিত হয়েছেন কয়েকশো প্রতিযোগী, যারা এখন মঞ্চ মাতাতে প্রস্তুত। বিশেষভাবে উল্লেখযোগ্য, এ বছরের অডিশনে অংশ নিয়েছেন কিছু প্রতিবন্ধী তরুণও, যারা সঙ্গীতের প্রতি তাদের অসাধারণ আবেগ ও দৃঢ়তা প্রদর্শন করেছেন।পাকিস্তানের নানা প্রান্তের এই বৈচিত্র্যময় কণ্ঠ এখন স্বপ্ন আর বাস্তবতার মিলন ঘটানোর যাত্রা শুরু করবে। এবারের আসরেরবিচারকমণ্ডলীতে রয়েছেন পাকিস্তানের চারজন তারকা শিল্পী—উস্তাদ রাহাত ফতে আলি খান, ফাওয়াদ খান, জেব বঙ্গাশ ও বিলাল মকসুদ। তাদের মূল্যায়ন,...