এক সময়ের জনপ্রিয় অভিনেত্রী তমালিকা কর্মকার এখন প্রবাসী। বছর পাঁচেক হলো যুক্তরাষ্ট্রের নিউজার্সিতে থিতু হয়েছেন তিনি। সম্প্রতি ঢাকায় এসেছেন তিনি। তার এই সফরের কারণ আপ্লুত করবে যে কোনো মানুষকে। তমালিকা জানিয়েছেন পরিবারের মানুষদের চমকে দিতে কাউকে না জানিয়েই ঢাকায় এসেছেন তিনি। চমকে দেওয়ার কারণও ছিল। সে প্রসঙ্গে তমালিকা বলেন, ‘দেশে আসার কোনো পরিকল্পনাই আমার ছিল না। পূজার আগে যখন বাবার সঙ্গে ফোনে কথা হচ্ছিল, তিনি বললেন আমাকে নিয়ে পূজামণ্ডপে ঘুরতে পারলে ভালো লাগতো। তার এই কথা শুনে আমার খুব খারাপ লাগলো। তখনই সিদ্ধান্ত নিয়ে ফেলি যে, বাবার সঙ্গে মণ্ডপে ঘুরতে হবে। আমার টিমের সুমন আর মোনা ছাড়া আর কাউকে দেশে আসার কথা জানাইনি।’ ঢাকায় পুরাতন সহকর্মীদের অনেকের সঙ্গে দেখা হয় তমালিকার। বিশেষ করে নির্মাতা চয়নিকা চৌধুরীর সান্নিধ্য আপ্লুত করে তমালিকাকে।...