দুর্গাপূজা উপলক্ষে টানা ৬ দিন বন্ধ থাকার পর ভারত থেকে দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে কাঁচা মরিচ আমদানি শুরু হয়েছে। বন্দরে প্রতি কেজি কাঁচা মরিচ বিক্রি হচ্ছে ১৬০ টাকা দরে। শনিবার আমদানি করা এসব মরিচ সরবরাহ হচ্ছে ঢাকা, সিলেট ও রংপুরসহ বিভিন্ন জেলা শহরে। হিলি স্থলবন্দরের কাঁচা মরিচ আমদানিকারক শাহাবুল বলেন, দুর্গাপূজার ছুটির কারণে গত ৬ দিন বন্ধ ছিল আমদানি-রপ্তানি বাণিজ্য। ছুটি শেষ হওয়ায় শনিবার ভারত থেকে কাঁচা মরিচ আমদানি শুরু হয়েছে। আমদানি করা মরিচ আসছে ভারতের মধুপুর, বেল ডাঙ্গা, বিহারসহ বিভিন্ন প্রদেশ থেকে। এসব মরিচ সরবরাহ হচ্ছে ঢাকা, সিলেট ও রংপুরসহ বিভিন্ন হাট-বাজারে। আগামী কয়েকদিনের মধ্যে আমদানি আরও বৃদ্ধি পাবে। আমদানি বৃদ্ধি পেলে কাঁচা মরিচের দাম আরও কমে আসবে। বন্দরে কাঁচা মরিচ কিনতে আসা এক পাইকার বলেন, দুর্গাপূজার লম্বা ছুটির...