রাজশাহীর টেনিস চ্যাম্পিয়নশিপের উদ্বোধনী অনুষ্ঠানের অতিথিরা ৩০তম রাজশাহী ইন্টারন্যাশনাল (অনূর্ধ্ব-১৮) জুনিয়র টেনিস চ্যাম্পিয়নশিপ শনিবার,(০৪ অক্টোবর ২০২৫) উদ্বোধন হয়। আন্তর্জাতিক টেনিস ফেডারেশনের অনুমোদনে এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের আর্থিক অনুদানে টেনিস ফেডারেশনের সহায়তায় ৪-১০ অক্টোবর পর্যন্ত চলবে এই জুনিয়র টেনিস চ্যাম্পিয়নশিপ। টুর্নামেন্টে বাংলাদেশসহ ১১ দেশের সর্বমোট ৫২ জন খেলোয়াড় অংশগ্রহণ করছে। অংশগ্রহণকারী দেশের মধ্যে বাংলাদেশ হতে ১৪ বালক ও ৭ বালিকা, ভারত হতে ৬ বালক ও ৪ বালিকা, দক্ষিণ কোরিয়া হতে ৪ বালক, আমেরিকার ১ বালক, থাইল্যান্ডের ৫ বালক, জাপানের ১ বালক ও ১ বালিকা, চীনের ৪ বালিকা, মালদ্বীপের ২ বালিকা, চাইনিজ তাইপে ১ বালক, সিঙ্গাপুরের ১ বালক এবং হংকং থেকে ১ জন করে বালক অংশগ্রহণ করছে। উল্লেখ্য যে ৪-৫ অক্টোবর পর্যন্ত টুর্নামেন্টের কোয়ালিফাইং খেলা অনুষ্ঠিত হবে ও ৬ অক্টোবর থেকে...