বদলি কার্যক্রম দ্রুত শুরুর দাবিতে কঠোর কর্মূচিতে যাচ্ছেন দেশের বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকরা। রোববার (৫ অক্টোবর) জাতীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনের মাধ্যমে এ কর্মসূচি ঘোষণা করা হবে। ‘বাংলাদেশ ইউনিটি অব টিচার্স’-এর ব্যানারে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে। বাংলাদেশ ইউনিটি অব টিচার্সের মুখপাত্র এ এইচ বাবলু বলেন, বেসরকারি শিক্ষকদের বদলি নীতিমালা অনুযায়ী সেপ্টেম্বর মাস থেকে শূন্যপদের তথ্য সংগ্রহের কথা থাকলেও সেটি মানা হয়নি। এ অবস্থায় আমরা আগামীকালের (রোববার) সংবাদ সম্মেলনের মাধ্যমে সরকারকে আলটিমেটাম দিতে চাই। বেঁধে দেওয়া সময়ের মধ্যে বদলির কার্যক্রম শুরু না করা হলে শিক্ষকরা কঠোর কর্মসূচিতে যাবে। আরও পড়ুনএমপিওভুক্ত শিক্ষকদের বাড়িভাড়া শতাংশ হারেই, রোববার যাচ্ছে প্রস্তাব কী ধরনের কর্মসূচি আসতে পারে এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আমরা সরকারকে একটি যৌক্তিক সময় দিতে চাই। তবে এর মধ্যেও যদি দাবি না...