নির্বাচন থেকে সরে গিয়ে নির্বাচন বানচালের উদ্যোগ বা ঘোষণা নয়, বরং উত্তপ্ত পরিস্থিতির সামাল দিতে ৪৮ ঘণ্টা আগে তিন-তিনটি প্রস্তাব দিয়েছে তামিমপন্থিরা। যার প্রথমটি ছিল, সম্ভব হলে বিসিবির এই নির্বাচনী তফসিল বাতিল করে নতুন করে তফসিল ঘোষণা করা। সেটা যে শুধু পক্ষপাতদুষ্ট, সরকারের অযাচিত হস্তক্ষেপে-অসচ্ছতার তকমা লেগে যাওয়ার কারণে তা নয়। তামিম ইকবালের নেতৃত্বে বেশ কয়েকজন হেভিওয়েট প্রার্থীসহ ১৫ জন প্রার্থী নির্বাচন বয়কট করায় একটা বড় অংশের নির্বাচনে অংশগ্রহণ নেই। তাই এই নির্বাচন বাতিল করে কিছু সময় পর আবার একটা সর্বজনগ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের অনুরোধ তাদের। যে নির্বাচনের গায়ে কোনো সমালোচনার দাগ লাগবে না। কোনো পক্ষ বাড়তি সুবিধা পাবে না। এক কথায় অবাধ, সুষ্ঠু, স্বচ্ছ, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন যেন হয়, তার ব্যবস্থা করা। তামিমপন্থীদের দ্বিতীয় প্রস্তাব, যদি নির্বাচন বাতিল করে...