জাতীয় লীগ টি-টোয়েন্টির প্রথম সেঞ্চুরি করেছেন সাদমান ইসলাম। শনিবার,(০৪ অক্টোবর ২০২৫) ঢাকা মেট্রোর হয়ে খেলেন ১১ চার ও ৪ ছক্কায় ৬১ বলে ১০১ রানের ইনিংস। মাহফিজুল ইসলাম রবিনের সঙ্গে তার উদ্বোধনী জুটিতে রান আসে ১৭৭। জাতীয় লীগ টি-টোয়েন্টিতে যে কোনো জুটিতেই যা সর্বোচ্চ। এই দুর্দান্ত ব্যাটিংয়ের পর সম্মিলিত বোলিংয়ে বরিশাল বিভাগকে ৯৬ রানে উড়িয়ে দেয় ঢাকা মেট্রো। সিলেট স্টেডিয়ামে টস হেরে ব্যাটিং পাওয়া ঢাকা মেট্রো পাওয়ার প্লেতে ৫৫ রান তোলে। একাদশ ওভারে শতরান পেরিয়ে যায় তারা। ছক্কা মেরে সাদমান ফিফটি করেন ৩৬ বলে। মাহফিজুল পঞ্চাশে পৌঁছান ৩০ বলে। সাদমান সেঞ্চুরি করেন ৫৯ বলে। আউট হয়ে যান তিনি শেষ ওভারে। শেষ দিকে দুই ওভারে চারটি উইকেট নেন ইফতেখার। ঢাকা মেট্রো থামে ২০ ওভারে ১৯৭ রান তুলে। সেই রানকে চ্যালেঞ্জ জানাতে পারেনি...