দেশের জনপ্রিয় অভিনেত্রী দীপা খন্দকার। তার অভিনীত সর্বশেষ আলোচিত নাটক ছিল কেএম সোহাগ রানা পরিচালিত ‘অনুতপ্ত’। এটি একটি পারিবারিক গল্পের নাটক। এই নাটকটিও দর্শকের মধ্যে বেশ সাড়া ফেলেছে। এরইমধ্যে গত ২৯ সেপ্টেম্বর এনটিভিতে প্রচারের পর তাদের ইউটিউব চ্যানেলে প্রকাশ পেল দীপা খন্দকার ও জাহিদ হোসেন শোভন অভিনীত নাটক ‘শেষের গল্প’। নাটকটি রচনা করেছেন ও পরিচালনায় করেছেন মুরাদ পারভেজ। নাটকটিও এক বছরেরও বেশি আগে শ্রীমঙ্গলে নির্মিত হয়েছিল। অবশেষে নাটকটি প্রচারের পর এর বিশেষত দীপার অভিনয়ের নাটকীয় কিছু দৃশ্য ফেসবুকে প্রকাশের পর সেসব সিরিয়াস দৃশ্য পুরোপুরি দেখতে গিয়ে অনেক দর্শক পুরো নাটকটি দেখছেন। নাটকের গল্প, নাটকের নির্মাণ, লোকেশন এবং বিশেষত নাটকে একজন একা মায়ের চরিত্রে দীপা খন্দকারের অনবদ্য অভিনয়ের ভূয়সী প্রশংসা করছেন সবাই। এনটিভির ইউটিউব চ্যানেলে প্রকাশিত এই নাটকের মন্তব্যের ঘরে গেলে...