দুই দফা হ্যাকারদের নিয়ন্ত্রণে যাওয়া ফেইসবুক পেইজ নিজেদের নিয়ন্ত্রণে পেয়েছে ইসলামী ব্যাংক বাংলাদেশ। শুক্রবার গভীর রাতে পেইজটি উদ্ধারের কথা জানিয়েছ ব্যাংক কর্তৃপক্ষ। পেইজটির প্রোফাইল ছবির জায়গায় এখন ইসলামী ব্যাংকের লোগা সম্বলিত ছবি রয়েছে। তবে কভার ফটোতে কিছু নেই। পেইজে নতুন কোনো পোস্ট কিংবা হ্যাকিংয়ের ব্যাপারেও কিছু পোস্ট করেনি ব্যাংক কর্তৃপক্ষ। ইসলামী ব্যাংকের জনসংযোগ বিভাগের প্রধান নজরুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “মেটার (ফেইসবুক) সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছে আইটি টিম। পেইজ মুক্ত, এখন ব্যাংকের নিয়ন্ত্রণে। আরো কিছুটা সময় লাগবে নিয়ন্ত্রণে আসার ঘোষণা দিতে।” শুক্রবার ভোরে এক দফা হ্যাকিংয়ের পর বিকাল ৪টার দিকে সেটি উদ্ধার করে ব্যাংক কর্তৃপক্ষ; এর সাড়ে ৪ ঘণ্টা পর সেটি আবারও হ্যাকিংয়ের শিকার হয়। সেদিন ভোরে ফেইসবুক পেইজ হ্যাকিংয়ের পর ইসলামী ব্যাংকের ওয়েবসাইট ও পেইজটিতে সাইবার আক্রমণ চালানোর...