মাস্কের ব্যবসায়িক যাত্রা এখন অনেক খাতেই বিস্তৃত। বৈদ্যুতিক গাড়ি, নবায়নযোগ্য জ্বালানি, মহাকাশ গবেষণা, স্যাটেলাইট যোগাযোগ এবং কৃত্রিম বুদ্ধিমত্তা— সব ক্ষেত্রেই তিনি প্রভাব বিস্তার করছেন।তার এআই কোম্পানি xAI এখন “কলোসাস” নামের একটি বিশাল সুপার কম্পিউটার তৈরি করছে, যা বড় ভাষা মডেল প্রশিক্ষণে ব্যবহার হবে। প্রতিষ্ঠানটির চ্যাটবট ‘গ্রোক’ সরাসরি প্রতিযোগিতা করছে ওপেন এআইয়ের চ্যাটজিপিটি ও গুগলের জেমিনির সঙ্গে।অন্যদিকে, স্পেসএক্স বর্তমানে বাণিজ্যিক মহাকাশ খাতে একচেটিয়া প্রভাব বিস্তার করছে। তাদের স্টারলিংক স্যাটেলাইট নেটওয়ার্ক বিশ্বের সবচেয়ে বড়। কোম্পানিটি নিয়মিতভাবে সর্বাধিক রকেট উৎক্ষেপণ করছে, আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে সরবরাহ পাঠাচ্ছে এবং অন্যান্য প্রতিষ্ঠানের স্যাটেলাইট বহন করছে। তার এআই কোম্পানি xAI এখন “কলোসাস” নামের একটি বিশাল সুপার কম্পিউটার তৈরি করছে, যা বড় ভাষা মডেল প্রশিক্ষণে ব্যবহার হবে। প্রতিষ্ঠানটির চ্যাটবট ‘গ্রোক’ সরাসরি প্রতিযোগিতা করছে ওপেন এআইয়ের চ্যাটজিপিটি ও গুগলের...