গাজা যুদ্ধ শেষ করার উদ্দেশ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাব নিয়ে প্রায় সম্মতি জানিয়েছে ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাস। ট্রাম্পের প্রস্তাবিত যুদ্ধবিরতি পরিকল্পনা নিয়ে আশার সুর শোনা যাচ্ছে। গাজায় ইসরাইলি ড্রোন, বিমান হামলা ও সেনাদের উপস্থিতি থেকে মুক্ত হয়ে আবার নিজেদের বাড়ি ফিরে যাওয়ার আশা করছে ফিলিস্তিনিরা। শনিবার (৪ অক্টোবর) এক প্রতিবেদনে এ খবর দিয়েছে আল জাজিরা। যদিও তারা জানে তাদের অনেক বাড়িই সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে এবং ঘরে ফিরেও আগের অবস্থা খুঁজে পাওয়া সম্ভব নয়। ইসরাইলি বাহিনী বিস্ফোরক রোবট ব্যবহার করে সম্পূর্ণ আবাসিক এলাকা ধ্বংস করেছে। তবুও ফিলিস্তিনিরা তাদের ধ্বংসস্তূপের উপরই তাবু গেঁথে ‘বাড়ির অনুভূতি’ পেতে চায়। প্রথম যুদ্ধবিরতির সময়ও এমন দৃশ্য দেখা গিয়েছিল। বহু মানুষ দীর্ঘ সময় ধরে ত্রাণহীন অবস্থায় রয়েছে এবং বাস্তুচ্যুত জীবন অতিবাহিত করেছে। আরও পড়ুনআরও পড়ুনট্রাম্পের...