আকস্মিক দুর্ঘটনায় একই দিনে মারা যান চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) দুই মেধাবী শিক্ষার্থী। তাদের অকাল মৃত্যুতে শোকাভিভূত হয়ে পড়েছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা। ক্যাম্পাসজুড়ে নেমে এসেছে গভীর শোকের ছায়া। ওই শিক্ষার্থীরা হলেন, সোহান আল মাফি ও দেবপ্রিয় সুপ্ত। সোহান বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ও চবি আবৃত্তি মঞ্চের সাবেক সভাপতি ছিলেন। তিনি বর্তমানে ঢাকার একটি বেসরকারি উন্নয়ন সংস্থায় (এনজিও) কর্মরত ছিলেন বলে জানা গেছে। ঢাকার মিরপুরে তিনি পরিবারের সঙ্গে থাকতেন।আরো পড়ুন:আহমদ রফিকের মৃত্যুতে সংস্কৃতি উপদেষ্টার শোকসাংবাদিক শহীদ রানার বাবার ইন্তেকাল অন্যদিকে, দেবপ্রিয় ব্যাংকিং অ্যান্ড ইস্যুরেন্স বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। তার বাড়ি টাঙ্গাইল জেলায়। জানা গেছে, সোহান ও তার বন্ধু শাকিল শুক্রবার (২ অক্টোবর) সকালে ঢাকা থেকে লামার ফাঁসিয়াখালী ইউনিয়নের মিনঝিরি সাদা পাথর এলাকায় অবস্থিত হোয়াইট পিক স্টেশন রিসোর্টে ওঠেন। পরে দুপুর দেড়টার...