চোখের সামনে সংঘটিত অনাচার রুখতে না পারার আক্ষেপ প্রকাশ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক সুলতান মুহাম্মদ জাকারিয়া। আক্ষেপ প্রকাশ করে তিনি বলেন, ‘চোখের সামনে সংঘটিত অনাচার রুখতে পারি নাই, এই হচ্ছে দেশ বদলানোর আদ্যপান্ত। ছেড়ে (দেশ) যাবো?’ শনিবার (৪ অক্টোবর) এনসিপির এই নেতা তার ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে এক পোস্টে এমন মন্তব্য করেছেন। ফেসবুকে জাকারিয়া লিখেন, “গতকালই এক উপদেষ্টা বন্ধু গত এক বছরের রাজনীতির সালতামামি করতে গিয়ে চরম হতাশা ব্যক্ত করছিলেন। কী করা উচিত জানতে চাইলে তিনি বলেন, ‘চলে যান’। আমি বললাম, যুদ্ধ করার জন্য, দেশ ঠিক করার অভিপ্রায়ে এসেছি, চলে যাবো!” এনসিপি নেতা জাকারিয়া আরও লেখেন, ‘২৪ ঘণ্টার ব্যবধানে নিজের এক বন্ধুকে পুরোনো জঙ্গলের শাসনের ধারাবাহিকতায় পুলিশ কোনো মামলা, পরোয়ানা ছাড়াই বাসা থেকে চোখের সামনে তুলে নিয়ে...