অনূর্ধ্ব-১৭ দল দিয়ে ২০০৫ সালে আন্তর্জাতিক নারী ফুটবলে অভিষেক হয়েছিল বাংলাদেশের। সেবার দক্ষিণ কোরিয়ায় বসেছিল এএফসি অনূর্ধ্ব-১৭ নারী চ্যাম্পিয়নশিপের প্রথম আসর। অভিষেক আসরেই ছিল বাংলাদেশের উপস্থিতি। ওই আসরে খেলার জন্য কোনো বাছাই ছিল না। বাংলাদেশ সরাসরিই খেলেছিল এশিয়ান চ্যাম্পিয়নশিপে। দেশে তখন নারী ফুটবলের হাতেঘড়ি। ফল যা হওয়ার তাই হয়েছিল। গ্রুপে তিন ম্যাচের তিনটিই হেরেছিল। ২৮ গোল হজম করে প্রতিপক্ষের জালে দিয়েছিল দুটি। এর মধ্য জাপানের কাছেই বাংলাদেশ খেয়েছিল ২৪ গোল। এরপর অনেক পানি গড়িয়েছে। এই টুর্নামেন্ট কখনো অনূর্ধ্ব-১৬, কখনো অনূর্ধ্ব-১৭ বয়সেরও হয়ে আসছিল। প্রথম আসর অনূর্ধ্ব-১৭ বয়সের হওয়ার পর টানা ৭ আসর হয়েছিল অনূর্ধ্ব-১৬ চ্যাম্পিয়নশিপ নামে। ২০২২ সাল থেকে এই টুর্নামেন্ট অনূর্ধ্ব-১৭ নারী এশিয়ান কাপ নামে থিতু হয়েছে এবং সেটা ফিফার টুর্নামেন্টের সাথে সামঞ্জস্য রেখে। ২০০৫ সালে অনুর্ধ্ব-১৬ দল সরাসরি...