জুলাই সনদের আইনি ভিত্তি প্রদান সময়ের দাবি বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মদ শাহজাহান। শনিবার (৪ অক্টোবর) দলীয় কার্যালয়ে চট্টগ্রাম মহানগরী জামায়াতের উদ্যোগে ৫ দফা গণদাবি আদায়ের লক্ষ্যে পেশাজীবীদের নিয়ে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। এই জামায়াত নেতা বলেন, দেশের বিদ্যমান রাজনৈতিক ও অর্থনৈতিক কাঠামো জনগণের মৌলিক অধিকার প্রতিষ্ঠায় সম্পূর্ণ ব্যর্থ। এই ব্যবস্থার মাধ্যমে জনগণের ন্যায্য দাবি পূরণ সম্ভব নয়। তাই পুরোনো বন্দোবস্ত থেকে বেরিয়ে নতুন ধারার একটি বাংলাদেশ গড়তে হবে, যার রূপরেখা জুলাই সনদে উপস্থাপিত হয়েছে। এই সনদকে আইনি ভিত্তি প্রদান সময়ের দাবি। তিনি বলেন, বিগত ৫৪ বছরে রাষ্ট্র কাঠামো জনগণের আশা-আকাঙ্ক্ষা প্রতিফলনের পরিবর্তে দমন-পীড়ন, দুর্নীতি ও শোষণের মাধ্যমে টিকে ছিল। ক্ষমতার পালাবদল হলেও কাঠামোগত পরিবর্তন হয়নি। ফলে জনগণ প্রকৃত অর্থে...