ম্যাচের মাঝপথে চোট পেয়ে কোনো ক্রিকেটারের ছিটকে পড়া যেকোনো দলের জন্যই বড় ধাক্কা। এমন ঘটনায় দলগুলোর ঘাটতি পূরণের পথ খুঁজছে আইসিসি। কয়েকটি দেশের ঘরোয়া ক্রিকেটে চোট পাওয়া খেলোয়াড়ের বদলির পরীক্ষামূলক ব্যবহার শুরু হয়েছে। সেই পথচলায় এমন বদলির প্রথম নজির দেখা গেছে দক্ষিণ আফ্রিকান ক্রিকেটে। চোট পাওয়া খেলোয়াড়ের বদলি হিসেবে নামা প্রথম ক্রিকেটার ওয়েস্টার্ন প্রভিন্সের ওপেনার জশ ফন হিয়ারডিন। ক্রিকেট দক্ষিণ আফ্রিকার (সিএসএ) প্রথম শ্রেণির টুর্নামেন্টে এডওয়ার্ড মুরের ‘লাইক-ফর-লাইক’ বদলি হিসেবে নামেন তিনি। লায়ন্সের বিপক্ষে ম্যাচের দ্বিতীয় দিন ফিল্ডিংয়ের সময় চোট পান মুর। প্রথম ইনিংসে ১৯ রান করা এই ওপেনারের বাঁ পায়ের পেশিতে চিড় ধরা পড়ায় বদলি হিসেবে ফন হিয়ারডিনকে নামায় ওয়েস্টার্ন প্রভিন্স। এখনও দ্বিতীয় ইনিংসে ব্যাটিং করেনি দলটি। শুধু দক্ষিণ আফ্রিকায় নয়, অস্ট্রেলিয়ার শেফিল্ড শিল্ড এবং ভারতের দুলিপ ও রাঞ্জি...