নির্বাচনের জন্য প্রস্তুত মন্তব্য করে নিরপেক্ষ সরকারের অধীনে জাতীয় নির্বাচনের দাবি জানিয়েছেন জাতীয় পার্টি একাংশের চেয়ারম্যান গোলাম মোহম্মদ কাদের। শনিবার (৪ অক্টোবর) ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে জাতীয় মহিলা পার্টির বর্ধিত সভায় তিনি এ দাবি করেন।আরো পড়ুন:‘বিভ্রান্তি ছড়ালে জিএম কাদেরের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা’বিএনপি-জামায়াতসহ নিবন্ধনহীন দলও সরকারি সুযোগ ভোগ করছে: জিএম কাদের ‘বিভ্রান্তি ছড়ালে জিএম কাদেরের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা’ বিএনপি-জামায়াতসহ নিবন্ধনহীন দলও সরকারি সুযোগ ভোগ করছে: জিএম কাদের চেয়ারম্যানের উপদেষ্টা ও মহিলা পার্টির যুগ্ম আহ্বায়ক হেনা খান পন্নীর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন জিএম কাদের। বিশেষ অতিথি ছিলেন জাতীয় পার্টির মহাসচিব ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী। এ সময় বক্তব্য রাখেন জাতীয় পার্টির কো-চেয়ারম্যান রংপুর সিটি কর্পোরেশনের সাবেক মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা, প্রেসিডিয়াম সদস্য হাজী সাইফুদ্দিন আহমেদ মিলন, শেরীফা কাদের, রেজাউল ইসলাম ভূঁঞা, আলমগীর সিকদার...