দুই দেশের কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর পূর্তিতে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ও বাংলাদেশের রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন শুভেচ্ছা বার্তা বিনিময় করেছেন। শনিবার (৪ অক্টোবর) দুই রাষ্ট্রপতি একে অপরকে অভিনন্দন বার্তা জানিয়েছেন। বেইজিংয়ের বরাত দিয়ে ঢাকার চীনা দূতাবাস এতথ্য জানিয়েছে। চীনের রাষ্ট্রপতি শি তার বার্তায় উল্লেখ করেন, চীন ও বাংলাদেশ ঐতিহ্যবাহী বন্ধুত্বপূর্ণ প্রতিবেশী এবং দুইদেশের বিনিময়ের দীর্ঘ ইতিহাস রয়েছে। তিনি বলেন, ‘কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার পর থেকে গত ৫০ বছর ধরে আন্তর্জাতিক ও আঞ্চলিক দৃশ্যপটের পরিবর্তন নির্বিশেষে চীন ও বাংলাদেশ সর্বদা শান্তিপূর্ণ সহাবস্থানের পাঁচটি নীতির ভিত্তিতে বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে উত্সাহিত করেছে। যা দুই দেশের মধ্যে পারস্পরিক শ্রদ্ধা, সমতা এবং উইন-উইন সহযোগিতার উদাহরণ স্থাপন করেছে।’ শি জিনপিং বলেন, ‘সাম্প্রতিক বছরগুলোতে চীন ও বাংলাদেশ রাজনৈতিক পারস্পরিক আস্থা সুসংহত করা, উচ্চমানের বেল্ট অ্যান্ড রোড সহযোগিতা সম্প্রসারণের পাশাপাশি...