জাতীয় দলের ক্রিকেটার সাদমান ইসলামকে সাধারণত ‘টেস্ট স্পেশালিষ্ট’ বলা হয়ে থাকে। কেননা জাতীয় দলের হয়ে নিয়মিত সাদা পোশাকেই খেলে থাকেন তিনি। কখনো রঙিন পোশাকে খেলার সুযোগ পাননি। এবার সেই টেস্ট ব্যাটার টি-টোয়েন্টিতে করলেন দুর্দান্ত এক সেঞ্চুরি। আজ শনিবার (৪ অক্টোবর) ন্যাশনাল ক্রিকেট লিগ (এনসিএল) টি-টোয়েন্টিতে ঢাকা মেট্রোর হয়ে বরিশালের বিপক্ষে সেঞ্চুরি তুলে নিয়েছেন সাদমান। চলমান এনসিএল টি-টোয়েন্টি আসরে এটাই প্রথম সেঞ্চুরি। স্বীকৃত টি-টোয়েন্টিতে এটি ছিল সাদমানের প্রথম সেঞ্চুরি। বাংলাদেশের ১৫তম ব্যাটার হিসেবে স্বীকৃত টি-টোয়েন্টিতে সেঞ্চুরির দেখা পেয়েছেন এই ওপেনার। সাদমানের সেঞ্চুরির পর বরিশালের বিপক্ষে ৯৬ রানের বিশাল ব্যবধানে জয় পেয়েছে ঢাকা মেট্রো। এদিন সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে টস জিতে ঢাকাকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানায় বরিশাল। আগে ব্যাট করতে নেমে দলকে উড়ন্ত শুরু এনে দেন সাদমান ও মাহফিজুল ইসলাম। উদ্বোধনী জুটিতেই ১৭৭ রান...