কোটি কোটি টাকা খরচ করে এমপি হতে চায় ব্যবসা করার জন্য, সেবার জন্য নয়। আপনারা মার্কা আর নাম দেখে নয়, যোগ্যতা দেখে এমপি নির্বাচিত করবেন বলে মন্তব্য করেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। তিনি বলেন, নির্বাচনের আগের রাতে টাকা নিয়ে আসবো, তা দিয়ে আপনাদের ভোট কিনবো এবং পরে উশল করে নিবো তা আমরা পারবোনা। ভোট একটা আমানত। আমানতের খেয়ানত করা কেয়ামতের আলামত। আমরা চাই আপনারা আমানত রক্ষার দায়িত্ব আমাদের দেন, নির্বাচনের পরে সেবার মাধ্যমে আপনারা তা যেন ফেরত নিতে পারেন। একদিন টাকা দিয়ে ৫ বছরের জন্য আপনার মুখ বন্ধ হয়ে যাক তা কি আপনারা চান? মনে রাখবেন যে টাকা দিয়ে ভোট কিনতে আসবে সে নেতৃত্বে অযোগ্য, ৫ বছর সে চুরি করবে তাই সে টাকা দিয়ে ভোট...