ফুটবল মাঠে খেলোয়াড়দের ঘন ঘন থুতু ফেলার দৃশ্য একেবারেই সাধারণ ব্যাপার। তবে এই আপাতদৃষ্টিতে স্বাভাবিক অভ্যাসটি নিয়ে প্রশ্ন উঠেছে, যার গভীরে রয়েছে খেলোয়াড়দের ব্যক্তিগত অভিজ্ঞতা, খেলার সংস্কৃতি এবং এমনকি বৈজ্ঞানিক ব্যাখ্যাও। সম্প্রতি ‘দ্য অ্যাথলেটিক’-এর পক্ষ থেকে এই বিষয়ে জানতে চাওয়া হলে অনেক ফুটবলারই বিব্রতবোধ করেছেন, তবে লেটন ওরিয়েন্টের উইঙ্গার জর্ডান গ্রাহাম এবং সাবেক প্রিমিয়ার লিগের মিডফিল্ডার ডেভিড প্রুটন বিষয়টি নিয়ে খোলামেলা আলোচনা করেছেন। জর্ডান গ্রাহাম জানান যে তিনি প্রায়শই খেয়াল করেন না যে তিনি থুতু ফেলছেন। তার মতে, এর অন্যতম প্রধান কারণ হলো ‘পরিবেশের প্রভাব’। তিনি বলেন, ‘আপনি যখন ফুটবলকে একটি পরিবারের মতো দেখেন এবং আপনার আইডলরা এটি করছেন, তখন আপনিও ফুটবল খেলতে গিয়ে একই কাজ করেন। এরপর দেখা যায় অনূর্ধ্ব-১৩ এর বাচ্চারাও এটি করছে। তাই যখন আপনি প্রতিদিন এটি...