প্রথমবারের মতো বাংলাদেশে পূর্ণাঙ্গ টেস্ট সিরিজ খেলতে আসছে আয়ারল্যান্ড। তাদের বিপক্ষে সিলেট ও ঢাকায় দুটি টেস্ট খেলবে বাংলাদেশ। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) শনিবার এই সিরিজের সূচি প্রকাশ করেছে। নভেম্বর ও ডিসেম্বরে বাংলাদেশে দুটি টেস্টের পাশাপাশি তিনটি টি-টোয়েন্টি খেলবে আয়ারল্যান্ড। আগামী ৬ নভেম্বর বাংলাদেশে আসবে আয়ারল্যান্ড। ১১ নভেম্বর সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে প্রথম টেস্ট। দ্বিতীয় ও শেষ টেস্ট ১৯ নভেম্বর শুরু হবে মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। ২০২৩ সালের এপ্রিলে এই মাঠেই হয়েছিল দুই দলের একমাত্র টেস্ট, যেটায় ৭ উইকেটে জিতেছিল বাংলাদেশ। এই দুই ম্যাচেই খেললে, দ্বিতীয়টি হবে মুশফিকুর রহিমের ক্যারিয়ারের...