এশিয়া কাপের ফাইনালে মহসিন নকভির হাত থেকে ট্রফি হাতে নিতে অস্বীকৃতি জানায় ভারতীয় দল। তবে সেই ঘটনার কেন্দ্রবিন্দুতে থাকা পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী ও ক্রিকেট বোর্ড চেয়ারম্যান মহসিন নকভি এবার পাচ্ছেন দেশের অন্যতম সর্বোচ্চ বেসামরিক সম্মান— ‘শহীদ জুলফিকার আলি ভুট্টো এক্সেলেন্স গোল্ড মেডেল’।নকভির জন্য সম্মাননা ঘোষণা করেছে সিন্ধ ও করাচি বাস্কেটবল অ্যাসোসিয়েশন। সংগঠনের সভাপতি অ্যাডভোকেট গুলাম আব্বাস জামাল জানিয়েছেন, ‘জাতীয় মর্যাদা ও আত্মসম্মান রক্ষায় সাহসী অবস্থান নিয়েছিলেন নকভি। সেই দৃঢ়তার জন্যই তাঁকে এই পুরস্কারে ভূষিত করা হচ্ছে।’সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত এশিয়া কাপ ফাইনালের পর ট্রফি হস্তান্তর পর্বেই শুরু হয় বিতর্ক। ম্যাচে জয়ী হলেও ভারতীয় খেলোয়াড়রা নকভির হাত থেকে ট্রফি নিতে অস্বীকৃতি জানান। বিষয়টি রাজনৈতিক বার্তা হিসেবেই ব্যাখ্যা করে পাকিস্তান গণমাধ্যম। উত্তরে নকভি জানান, ‘আমি কিছু ভুল করিনি। তারা (ভারতীয় দল) চাইলে ট্রফি...