একটি দেশের শিল্পায়নে পুঁজিবাজারের যে ধরনের ভূমিকা রাখার কথা বাংলাদেশের পুঁজিবাজার সেই ভূমিকা রাখতে পারেনি। নিয়ন্ত্রক সংস্থার নেতৃত্বের দুর্বলতা ও নানান অনিয়মের কারণে পুঁজিবাজারের ওপর থেকে বিনিয়োগকারীদের আস্থা অনেকটাই নষ্ট হয়ে গেছে। বড় ধরনের লোকসানের মধ্যে পতিত হয়েছেন বিনিয়োগকারীরা। তবে এখনো দেশের শেয়ারবাজারে অপার সম্ভাবনা রয়েছে। এই সম্ভাবনা কাজে লাগাতে সৎ ও দক্ষ নেতৃত্ব প্রয়োজন বলে মনে করেছেন বিশ্লেষকরা। এটা করা গেলে আগামী ১০ বছরে দেশের শেয়ারবাজার ট্রিলিয়ন ডলারের ইকোনমি দিতে পারবে বলে অভিমত তাদের। শনিবার (৪ অক্টোবর) জাগোনিউজ২৪.কম আয়োজিত ‘পুঁজিবাজারে বিনিয়োগ: সম্ভাবনা ও চ্যালেঞ্জ’ শীর্ষক গোলটেবিল বৈঠকে তারা এসব কথা বলেন। জাগোনিউজ২৪.কম এর সম্পাদক কে. এম. জিয়াউল হকের সভাপতিত্বে বৈঠকে অতিথি হিসেবে উপস্থিতি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের সহযোগী অধ্যাপ ও প্রাইম ব্যাংক সিকিউরিটিজ লিমিটেডের ব্যবস্থাপনা...