চরমোনাই পীর ও ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম বলেছেন, ‘স্বাধীনতার ৫৪ বছর পর ইসলামের পক্ষে একটি জাগরণের সুযোগ হয়েছে। আমরাও চেষ্টা চালিয়ে যাচ্ছি আগামী নির্বাচনে ঐক্যবদ্ধভাবে লড়াই করার। প্রতি আসনে একটিমাত্র ইসলামের পক্ষে ব্যালট বাক্স দিয়ে ইসলামকে বিজয়ী করার জন্য। এ জন্য সংগঠনকে তৃণমূলে তুলে ধরতে হবে।’ শনিবার (৪ অক্টোবর) বিকেলে বাঞ্ছারামপুর মওলাগঞ্জ বাজার মাঠে গণসমাবেশে উপজেলা ইসলামী আন্দোলন বাংলাদেশ শাখার সভাপতি সামসুল হক সুমনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন চরমোনাই পীর রেজাউল করীম। এসময় মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম ব্রাহ্মণবাড়িয়া-৬ (বাঞ্ছারামপুর) আসনের প্রার্থী হাফেজ মোহাম্মদ আলীর নাম ঘোষণা করেন। তিনি প্রার্থীর হাত তুলে সবার সঙ্গে পরিচয় করিয়ে দেন। তাদের দলীয় প্রতীক হবে হাত পাখা। চরমোনাই পীর বলেন, ‘বিগত ১৬ বছর বাংলাদেশের জনগণের ওপর শেখ...