নিউজিল্যান্ডের বিপক্ষে গত ১ অক্টোবর সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে সেঞ্চুরির সম্ভাবনা তৈরি করেছিলেন অস্ট্রেলিয়ার অধিনায়ক মিচেল মার্শ। তবে আশির ঘরে গিয়ে থামেন তিনি। ৪৩ বলে ৮৫ রান করে আউট হয়ে যান এই ওপেনার। তবে এবার আর সেঞ্চুরির সুযোগ তৈরি করে থামেননি তিনি। সেঞ্চুরি করে দলকে জিতিয়েই মাঠ ছেড়েছেন অজি দলপতি। আজ শনিবার (৪ অক্টোবর) মাউন্ট মঙ্গানুইয়ে সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে স্বাগতিক নিউজিল্যান্ডকে ৩ উইকেটে হারিয়েছে অস্ট্রেলিয়া। তাতে তিন ম্যাচের সিরিজে ২-০ ব্যবধানে জিতেছে সফরকারীরা। এর আগে প্রথম টি-টোয়েন্টিতে মার্শের ৮৫ রানের ইনিংসে ভর করে নিউজিল্যান্ডকে ৬ উইকেটে হারিয়েছিল অস্ট্রেলিয়া। তবে মাউন্ট মঙ্গানুইয়ে দ্বিতীয় ম্যাচে জয় হয় বৃষ্টির। ম্যাচটি কিছুক্ষণ মাঠে গড়িয়ে বৃষ্টিতে পরিত্যক্ত হয়। আজ তৃতীয় টি-টোয়েন্টিটা ছিল নিউজিল্যান্ডের জন্য সিরিজ বাঁচানোর লড়াই। তবে শেষ পর্যন্ত মার্শের কাছে সিরিজ হারাল...