বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পরিষদ নির্বাচনের নামে ‘প্রহসন’ চলছে বলে অভিযোগ করেছে দেশের শীর্ষ ক্লাব, ক্রীড়া সংগঠক ও কাউন্সিলররা। শনিবার (৪ অক্টোবর) মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেডে আয়োজিত এক সভায় তারা এ প্রতিবাদ জানান। প্রতিবাদকারীরা বলেন, আসন্ন বিসিবি নির্বাচন নিয়ে যত বিতর্ক ও অনিয়মের অভিযোগ উঠেছে, তা বাংলাদেশ ক্রিকেটকে দেশের ভেতরে ও বাইরেও বিতর্কিত করছে। সচেতন নাগরিক ও ক্রীড়া সংগঠক হিসেবে তারা অন্তর্বর্তী সরকারের কাছে সঠিক সিদ্ধান্ত গ্রহণের আহ্বান জানিয়েছেন। সভায় তারা তিনটি প্রস্তাব দেন, যেগুলোর মাধ্যমে চলমান অচলাবস্থা কাটিয়ে সুষ্ঠু নির্বাচনের পথ খোঁজা সম্ভব বলে মনে করেন তারা—১. বর্তমান পরিচালনা পরিষদের মেয়াদ বৃদ্ধি করে সময় নিয়ে সুন্দর একটি নির্বাচন আয়োজন।২. একটি এডহক কমিটি গঠন করে নির্বাচন আয়োজন।৩. বর্তমান তফসিল বাতিল করে নতুন বা বিদ্যমান নির্বাচন কমিশনের মাধ্যমে অংশগ্রহণমূলক নতুন...