আহমেদাবাদে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টেস্টের দ্বিতীয় দিনে ক্যারিয়ারের ১১তম সেঞ্চুরি করেন লোকেশন রাহুল। এদিন বিশেষ এক রেকর্ড গড়েন তিনি। টেস্ট ইতিহাসে প্রথমবারের মতো এক বছরে দুবার ঠিক ১০০ রান করে আউট হয়ে বিরল রেকর্ড গড়েন লোকেশ।ওয়েস্ট ইন্ডিজ এর বিপক্ষে টেস্টের দ্বিতীয় দিনে রাহুল খেলতে নেমে ১৯৭ বলের মোকাবিলা করে ঠিক ১০০ রানে আউট হন। এর আগে ইংল্যান্ডের লর্ডসেও ঠিক ১০০ রান করে আউট হন তিনি। ফলে এক বিরল রেকর্ড হয় তার ব্যাট থেকে। টেস্টের ইতিহাসে এমন রেকর্ড কেউ গড়তে পারেননি।ওয়েস্ট ইন্ডিজ এর বিপক্ষে ২০১৬ সালের পর ঘরের মাটিতে প্রথম সেঞ্চুরি এবং টেস্ট ক্যারিয়ারে ভারতের মাটিতে দ্বিতীয় সেঞ্চুরি এটি। দিনের খেলা শেষে লোকেশনে রাহুল গণমাধ্যমকে বলেন, ‘ব্যাটিংটা সত্যিই উপভোগ করেছি। ভিন্ন ভিন্ন কন্ডিশনে খেলা সবসময়ই মজার। ইংল্যান্ডে রান করা আত্মবিশ্বাস...