ইসলামী বিশ্বাস অনুযায়ী, কিয়ামতের অন্যতম বড় আলামত হলো ইমাম মাহদী (আঃ)-এর আগমন। অতীত ইতিহাসে বহু ভণ্ড ও প্রতারক ইমাম মাহদীর দাবিদার হলেও, সহীহ হাদীসের একাধিক বর্ণনা থেকে জানা যায়, পৃথিবীর শেষ সময়ে এমন একজন মহামানব আসবেন যিনি দুনিয়াকে ভরে দেবেন ন্যায় ও সুবিচারে, যেমনটি আজ ভরে গেছে অন্যায় ও জুলুমে। তাঁর আবির্ভাব না ঘটলে কিয়ামত সংঘটিত হবে না। হাদীসের গ্রন্থগুলো অনুসন্ধান করে দেখা যায়, ৩৬টি হাদীস গ্রন্থে মোট ২৬ জন সাহাবী থেকে তাঁর আগমন সম্পর্কিত হাদীস বর্ণিত হয়েছে। সৌদি আরবের বিখ্যাত ইসলামিক স্কলার শায়খ আব্দুল আজিজ বিন বাজ (রহঃ) এই হাদীসগুলোকে 'মুতাওয়াতির' (অত্যন্ত শক্তিশালী ও নির্ভরযোগ্য) সূত্রে বর্ণিত বলে উল্লেখ করেছেন এবং তাঁর আগমনকে 'অতি সুস্পষ্ট সত্য' বলে নিশ্চিত করেছেন। ইমাম মাহদীর পরিচয় ও বিশেষত্বইমাম মাহদী (আঃ)-এর রাজত্বকালেই আসমান থেকে...