সমুদ্রের বুকে ভেসে থাকা এক নৌবহর—‘গ্লোবাল ফ্লোটিলা সুমুদ’, কোনো রাষ্ট্রের নয়, কোনো ধর্মের নয়, কোনো গোষ্ঠীর নয়—এটি মানবতার বহর। চিকিৎসক, শ্রমিক, সাংবাদিক, ধর্মীয় নেতা, নারী ও তরুণ সবাই এতে আছে, শুধু একটিমাত্র উদ্দেশ্যে গাজার মানুষের কাছে পৌঁছানো, জীবন বাঁচানো। ‘সুমুদ’—আরবি শব্দ, অর্থ দৃঢ়তা ও প্রতিরোধক্ষমতা। এই ফ্লোটিলা সেই দৃঢ়তার নাম, যা মনে করিয়ে দেয়, মানবতা কখনও ধর্ম, জাতি বা ভূরাজনীতির সীমায় আটকে থাকে না। যেখানে রাষ্ট্রগুলো নীরব, সেখানেই এই নৌবহর কথা বলে—অবৈধ অবরোধের বিরুদ্ধে, দুর্ভিক্ষের বিরুদ্ধে, অন্যায়ের বিরুদ্ধে। গাজার অবরুদ্ধ উপকূলে এই বহরের আটক হওয়া কেবল একটি কূটনৈতিক ঘটনা নয়; এটি আসলে বিশ্ব বিবেকের ওপর আঘাত। গাজায় ক্রমশ উন্মোচিত মানবিক বিপর্যয় কেবল মনোযোগ দাবি করছে না; এটি আমাদের দৃষ্টিভঙ্গি পরিবর্তনের আহ্বান জানাচ্ছে। দীর্ঘ সময় ধরে, বিশেষ করে বাংলাদেশে, এই সংঘাতকে...