আফগানিস্তান সিরিজে আর খেলা হচ্ছে না সৌম্য সরকারের। ইতোমধ্যে শেষ হয়েছে টি-টোয়েন্টি সিরিজের প্রথম দুই ম্যাচ। এখনো দেশেই অবস্থান করছেন তিনি। আগামীকাল (রোববার) মাঠে গড়াবে সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচ। তবে তার আগে আর দলের সঙ্গে যোগ দেওয়া হচ্ছে না সৌম্য সরকারের। মূলত ভিসা জটিলতার কারণে সিরিজের ভেন্যু সংযুক্ত আরব আমিরাতে যেতে পারেননি সৌম্য। এখনো দেশে আটকে আছেন তিনি। ভিসা ইস্যু নিয়ে গত কয়েকদিন ধরে বিসিবিতে দৌড়াদৌড়ি করতে দেখা দেখা গেছে তাকে৷ তবে শেষ পর্যন্ত এই ইস্যুতে কোনো সমাধান না আসায় আফগান সিরিজে খেলা হচ্ছে না সৌম্যর। সৌম্যর ভিসা না পাওয়ার বিষয়টি বিসিবি সূত্রের বরাতে নিশ্চিত করেছে দেশের একটি অনলাইন সংবাদমাধ্যম। সূত্র জানিয়েছে, সৌম্য ভিসা না পাওয়ায় আর আফগানিস্তান সিরিজ খেলতে যাওয়া হচ্ছে না। অনেকদিন ধরেই জাতীয় দলের বাইরে আছেন...