চলতি বছরটা বাংলাদেশ নারী ফুটবলের অগ্রগতিতে ঐতিহাসিক এক বছর। কেননা এই বছর অসাধ্য সাধন করেছে বাংলাদেশের মেয়েরা। এশিয়ার শীর্ষ ফুটবল টুর্নামেন্ট এএফসি নারী এশিয়া কাপে প্রথমবারের মতো জায়গা করে নিয়েছে বাংলাদেশের সিনিয়র দল এবং অনূর্ধ্ব-২০ দলের মেয়েরা। এবার একই মিশনে নামছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৭ নারী দল। অঅনূর্ধ্ব-১৭ নারী এশিয়ান কাপের বাছাই পর্বে বাংলাদেশ রয়েছে ’এইচ’ গ্রুপে। যেখানে তাদের প্রতিপক্ষ হিসেবে রয়েছে জর্ডান ও চাইনিজ তাইপে। এই গ্রুপের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে জর্ডানে। এই ম্যাচ দুটো সামনে রেখে প্রস্তুতির জন্য আগামীকাল (রোববার) দল সংযুক্ত আরব আমিরাতের উদ্দেশ্যে উড়াল দেবে বাংলাদেশ দল। এর আগে আজ (শনিবার) সংবাদ সম্মেলনে এসেছিলেন অনূর্ধ্ব-১৭ দলের অধিনায়ক অর্পিতা বিশ্বাস, কোচের দায়িত্ব পাওয়া সাইফুল বারী টিটু। এ সময় টুর্নামেন্ট ঘিরে নিজেদের লক্ষ্যের কথা জানিয়েছেন তারা। সিনিয়র নারী দলের ফিফা র্যাঙ্কিং...