সুরাহা না হলে রাজপথ থেকেই ‘জুলাই সনদ’ আদায় করে নিতে হবে বলে জানিয়েছেন ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদি।শনিবার (৪ অক্টোবর) রাত ৮টা ১৩ মিনিটে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে তিনি এ তথ্য জানিয়েছেন। হাদির পোস্টটি নিচে হুবহু দেওয়া হলো।আলাচনার নামে প্রবঞ্চনা চাই নাজুলাই সনদ নিয়ে এই পর্বে ১৫ অক্টোবর পর্যন্ত রাজনৈতিক দলগুলোর সঙ্গে ফের আলোচনায় বসবে ঐকমত্য কমিশন। যদি এরমধ্যে কোনো সুরাহা না হয়, তাহলে রাজপথ থেকেই জুলাই সনদ আদায় করে নিতে হবে বাংলাদেশের মানুষকে।‘বাংলাদেশ-চীনের জনগণের বন্ধুত্ব আরও দৃঢ় হয়েছে’হাসিনা ও দিল্লির এখন সর্বোচ্চ প্রচেষ্টা হলো, বিভিন্ন উপায়ে জুলাই সনদকে প্রলম্বিত করা। জুলাই সনদ হলো লীগের কফিনে শেষ পেরেক। এ মাসের শেষের দিকে সম্ভবত তত্ত্বাবধায়ক সরকারসংক্রান্ত মামলার চূড়ান্ত নিষ্পত্তি হবে সুপ্রিম কোর্টে। এরপরই দাবি তোলা হবে, ইন্টেরিম ভেঙে নির্বাচন...