টটেনহ্যাম হটস্পার আগের দুটি ম্যাচ খেলেছিল ইংলিশ প্রিমিয়ার লিগ ও চ্যাম্পিয়ন্স লিগে। ইংলিশ প্রিমিয়ার লিগে উলভারহ্যাম্পটন ও চ্যাম্পিয়ন্স লিগে বোদো/গ্লিমটের সঙ্গে ড্র করেছিল তারা। দুই ম্যাচ পর আবারও জয়ে ফিরলো থমান ফ্রাঙ্কের শিষ্যরা। লিডস ইউনাইটেডের মাঠ অ্যাল্যান্ড রোডে গিয়ে ২-১ গোলের জয় নিয়ে ফিরে এসেছে টটেনহ্যাম হটস্পার। সে সঙ্গে প্রিমিয়ার লিগে পয়েন্ট টেবিলের দ্বিতীয় অবস্থানে উঠে এসেছে থমাস ফ্র্যাঙ্কের দল। ৭ ম্যাচে তাদের পয়েন্ট ১৪। ৬ ম্যাচে ১৫ পয়েন্ট নিয়ে শীর্ষে লিভারপুল। ঘানার তারকা ফরোয়ার্ড মোহাম্মদ কুদুস নতুন ক্লাবের জার্সিতে নিজের প্রথম গোল করে হলেন জয়ের নায়ক। যখনই কোনো আন্তর্জাতিক বিরতিতে যেতো ক্লাবগুলো, তার আগের ম্যাচটিতেইন হার যেন অবধারিত ছিল টটেনহ্যামের জন্য। এভাবে টানা সাতটি ম্যাচ হেরেছিল তারা। অবশেষে আন্তর্জাতিক বিরতিতে যাওয়ার আগে জয় পেলো স্পার্সরা। শেষবার তারা এমন ম্যাচে...