একসময় পরিবারে নুন আনতে পান্তা ফুরাতো তার। কিন্তু এরপর ও ক্রিকেট খেলতে ভালবাসতো মারুফা। ওই সময় পাড়াগাঁয়ের মেয়ের ক্রিকেট খেলা খুব সহজে মেনে নিতে পারেনি এলাকার মানুষ। তবুও থেমে থাকেনি মারুফা। পড়ালেখার পাশাপাশি বাবাকে কৃষিকাজে সহায়তা আর ত্রিকেট খেলা দুটোই চালিয়েছে সমান তালে। পরিত্যক্ত রেললাইনের পাশে অনুশীলন করে বেড়ে উঠেছে মারুফা। একারনেই সাফল্য আটকাতে পারেনি কেউই। ২০২৫ আইসিসি নারী বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচেই বাজিমাত করে সে। পাকিস্তানের বিপক্ষে দাপুটে জয়ে বিশ্বমঞ্চে নিজেদের নারী টাইগার পরিচয় করিয়ে দিলো। জিতে নিলো দাপুটে জয়। গত ২ অক্টোবর কলম্বোতে ৭ উইকেটে জিতেছে বাংলাদেশ দল। তারা এর আগে মাত্র একবারই (২০২২ সালে) ওয়ানডে বিশ্বকাপে খেলেছিল মারুফা। তবে সেবার ম্যাচ জিতেছিল, প্রতিপক্ষ পাকিস্তান। দুর্দান্ত জয়ে বিশ্বকাপ শুরুর পেছনে সবচেয়ে বড় ভূমিকা রাখেন ম্যাচসেরার পুরস্কার জয়ী পেসার...