০৪ অক্টোবর ২০২৫, ০৮:৫১ পিএম | আপডেট: ০৪ অক্টোবর ২০২৫, ০৮:৫৫ পিএম এবারের দুর্গাপূজাকে কেন্দ্র করে সংখ্যালঘু ভোট টানতে যেন হিন্দুতোষণের প্রতিযোগিতায় নামে জামায়াতে ইসলামীর অনেক নেতা। ইসলামের নাম ভাঙিয়ে রাজনীতি করা দলটির কোনো নেতা পবিত্র আজানের সাথে হিন্দুদের উলুধ্বনির তুলনা করেছেন। কেউ বা মুদ্রার এপিঠ-ওপিঠ উদাহরণ দিয়ে পূজার সঙ্গে রোজার তুলনা করেছেন। আবার কেউ পূজামণ্ডপে গিয়ে পাঠ করেছেন গীতা। ক্ষমতার লোভে শিরকের সাথে আপোস করা জামায়াতের এসব নেতাদের বিতর্কিত মন্তব্যে ব্যাপক ক্ষোভ, বিতর্ক ও সমালোচনার ঝড় বইছে সামাজিক মাধ্যমে। এনিয়ে ঘরে-বাইরে ব্যাপক সমালোচনার মুখে পড়েছে দলটি। ফলে দলটির অসাম্প্রদায়িক কার্ড খেলার এই কৌশল বুমেরাং হয়েছে বলে মনে করেন রাজনৈতিক বিশ্লেষকরা। অন্যদিকে, এবারের দুর্গাপূজায় হিন্দু কার্ড খেলায় পিছিয়ে ছিল না বিএনপিও। দলটির অনেক নেতাকেও অতি উৎসাহী হয়ে বেফাঁস মন্তব্য করতে...