নাটকীয়তা আর থামছেই না। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) নির্বাচনের আর বাকি দুদিন। তবে ক্রমশই জোরালো হচ্ছে নাটকীয়তা। তামিম ইকবালসহ এখন পর্যন্ত ১৭ জন প্রার্থী মনোনয়ন প্রত্যাহার করেছেন। এরই মধ্যে তিন দফা দাবি জানিয়েছে মনোনয়ন প্রত্যাহার করা সংগঠকরা। রোববারের মধ্যে দাবি না মানলে দেশের কোনধরনের ক্রিকেটে অংশ না নেওয়ার হুমকি দিয়েছেন তারা। শনিবার মোহামেডান স্পোর্টিং ক্লাবের কার্যালয়ে সংবাদ সম্মেলন করেছেন বিসিবি নির্বাচনে প্রার্থিতা প্রত্যাহার করা ক্রীড়া সংগঠকরা। সেখানে নিজেদের দাবি এবং এর যৌক্তিকতা উত্থাপন করেন মোহামেডানের কাউন্সিলর মাসুদউজ্জামান। পাশাপাশি দাবি না মানলে ক্রিকেট বর্জনের ঘোষণা দেন। সেসময় তার সঙ্গে উপস্থিত ছিলেন ঢাকার প্রথম সারির বেশ কয়েকটি ক্লাবের প্রতিনিধি। মাসুদউজ্জামান লিখিত বক্তব্যে বলেন, ‘বিসিবি নির্বাচনের নামে প্রহসন হচ্ছে, যা বিশ্বে বাংলাদেশের ক্রিকেটকে বিতর্কিত করছে। ৬ অক্টোবর প্রশ্নবিদ্ধ নির্বাচন আয়োজন করলে ইতিহাস কলঙ্কিত...