০৪ অক্টোবর ২০২৫, ০৭:৩৭ পিএম | আপডেট: ০৪ অক্টোবর ২০২৫, ০৭:৩৭ পিএম দুই অভিজ্ঞ ব্যাটার রোহিত শর্মা ও বিরাট কোহলিকে রেখে অস্ট্রেলিয়া সফরে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। রোহিতের জায়গায় ওয়ানডে দলকে নেতৃত্ব দেবেন শুভমন গিল। তার ডেপুটি হিসেবে থাকছেন শ্রেয়াস আইয়ার। এছাড়াও অস্ট্রেলিয়া সফরে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের জন্যও দল ঘোষণা করেছে বিসিসিআই। সংক্ষিপ্ত সংস্করণে দলকে নেতৃত্ব দেবেন সূর্যকুমার যাদব। গত মার্চে রোহিতের নেতৃত্বে চ্যাম্পিয়ন্স ট্রফির শিরোপা জয় করে ভারত। এরপর আন্তর্জাতিক ক্রিকেটে খেলেননি টেস্ট ও টি-টোয়েন্টি থেকে আগেই অবসর নেওয়া রোহিত ও কোহলি। যে কারণে ওয়ানডে থেকেও রোহিত ও কোহলির অবসরের গুঞ্জন ওঠে। কিন্তু অস্ট্রেলিয়ার বিপক্ষে আসন্ন ওয়ানডে সিরিজের দলে রাখা হয়েছে রোহিত ও কোহলিকে। চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ী ভারত...