বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচনের আর দুদিন বাকি। এর ঠিক আগে ঢাকার শীর্ষ ক্লাবগুলো একযোগে তিন দফা দাবি জানিয়েছে। দাবি না মানা হলে দেশের সবধরনের ক্রিকেট বর্জনের হুমকি দিয়েছে তারা। আজ মতিঝিলে মোহামেডান স্পোর্টিং ক্লাবের কার্যালয়ে সংবাদ সম্মেলনে অংশ নেন প্রার্থীতা প্রত্যাহার করা বেশ কয়েকজন ক্রীড়া সংগঠক ও কাউন্সিলর। সেখানে মোহামেডানের কাউন্সিলর মাসুদউজ্জামান লিখিত বক্তব্যে অভিযোগ করেন, “বিসিবিতে নির্বাচনের নামে প্রহসন চলছে। এভাবে নির্বাচন হলে বাংলাদেশ ক্রিকেট কলঙ্কিত হবে।” সংগঠকরা যে তিনটি দাবি তুলেছেন সেগুলো হলো—১. পরিচালনা পর্ষদের মেয়াদ বাড়ানো ও নির্বাচন পিছিয়ে দেয়া। ২. অ্যাডহক কমিটির মাধ্যমে নির্বাচন আয়োজন। ৩. বর্তমান বা নতুন নির্বাচন কমিশনের অধীনে পুনঃতফসিল ঘোষণা করে সবার অংশগ্রহণ নিশ্চিত করা।৫ অক্টোবরের মধ্যে এই দাবিগুলো না মানলে ক্লাবগুলো অসহযোগ আন্দোলনসহ ক্রিকেট বর্জনের পথে হাঁটবে। ইতিমধ্যে ঢাকার অন্তত...