শনিবার (৪ অক্টোবর) সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটির শফিকুল কবির মিলনায়তনে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ আয়োজিত ‘স্বাধীনতার পথরেখা – ৪৭, ৭১, ২৪: প্রেক্ষিত আগামীর বাংলাদেশ’ শীর্ষক গোলটেবিল বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মুফতি ফয়জুল করীম বলেন, “মুসলিম লীগ, আওয়ামী লীগ, বিএনপি ও জাতীয় পার্টি—সব দলের শাসনই জনগণ দেখেছে, কিন্তু কারো আমলেই সাধারণ মানুষের ভাগ্যের পরিবর্তন ঘটেনি। কেবল দল বা নেতা পরিবর্তনে নয়, নীতি ও আদর্শের পরিবর্তনেই শান্তি আসবে।” তিনি বলেন, “১৯৪৭ সালে দ্বি-জাতি তত্ত্বের ভিত্তিতে দেশ ভাগ হয়েছিল মুসলমান ও হিন্দুদের জন্য পৃথক রাষ্ট্র গঠনের উদ্দেশ্যে। কিন্তু সেই স্বপ্ন পূরণ হয়নি। ১৯৭১ সালে আবারো জুলুমের বিরুদ্ধে লড়াই করে ভৌগোলিক স্বাধীনতা অর্জন করলেও মানুষের প্রকৃত মুক্তি ও কল্যাণ এখনো অধরাই রয়ে গেছে।” যুবসমাজের প্রতি আহ্বান জানিয়ে মুফতি ফয়জুল করীম...