চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চাবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ড. অধ্যাপক পেয়ার আহমেদ খণ্ডকালীন সদস্য মনোনীত হয়েছেন। আগামীকাল ৫ অক্টোবর থেকে পরবর্তী দুই বছরের জন্য তাকে এই মনোনয়ন দেওয়া হয়েছে। ইউজিসির সচিব ড. মো. ফখরুল ইসলাম স্বাক্ষরিত এক চিঠির মাধ্যমে উপাচার্যকে বিষয়টি অবহিত করা হয়। চিঠিতে বলা হয়, বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন আদেশ, ১৯৭৩ (প্রেসিডেন্টস অর্ডার নং ১০ অব ১৯৭১)-এর ৪(১) (সি) ও ৪(৪) ধারার বিধান অনুসারে গৃহীত কমিশন কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী ০৫-১০-২০২৫ তারিখ থেকে পরবর্তী ০২ (দুই) বছরের জন্য বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন্যের খন্ডকালীন সদস্য মনোনীত করা হয়েছে হয়েছে। চিঠিতে উপাচার্য অধ্যাপক পেয়ার আহমেদকে অভিনন্দন জানিয়ে ইউজিসি পরিচালনায় মূল্যবান পরামর্শ ও সক্রিয় সহযোগিতা প্রত্যাশা করে কমিশন। এদিকে খন্ডকালীন সদস্য মনোনীত করায় ইউজিসি কর্তৃপক্ষকে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে কৃতজ্ঞতার সাথে আন্তরিক ধন্যবাদ...