পরিবর্তিত রাজনৈতিক প্রেক্ষাপটে প্রতিদিনই কোনো না কোনো মানুষ ‘হত্যাকাণ্ডের শিকার’ হচ্ছে বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির একাংশের চেয়ারম্যান আনিসুল ইসলাম মাহমুদ। একই সঙ্গে মামলা বাণিজ্য চলার অভিযোগ করে তিনি বলেন, “দেশের শহর বন্দর, গ্রামে, নগরে এখনও বিরামহীনভাবে চাঁদাবাজি চলছে। প্রতিদিন মানুষ হত্যাকাণ্ডের শিকার হচ্ছে। নদীতে ভাসছে অজ্ঞাত লাশ। “আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি হয়েছে। উন্নতির কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। সকল মানুষের মাঝে অস্থিরতা। এর মধ্যে কীভাবে জাতীয় নির্বাচন সম্ভব আমার বোধগম্য হচ্ছে না।” শনিবার বিকালে রাজধানীর গুলশানে হাওলাদার টাওয়ারে জাতীয় পার্টির প্রয়াত মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলুর স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিলে এসব কথা বলেন তিনি। আলোচনা সভা শেষে তার বক্তব্য তুলে ধরে সংবাদ বিজ্ঞপ্তি পাঠায় দলটি। আনিসুল বলেন, বর্তমানে দেশে সব ধরনের নিত্যপণ্যের দাম সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে।...