সেনাবাহিনী সূত্রে জানা গেছে, আকাশ দীর্ঘদিন ধরে ‘ছাত্র সমন্বয়ক’ পরিচয়ে উত্তরা এলাকায় ভয়ভীতি ও সন্ত্রাসের পরিবেশ সৃষ্টি করছিল। তিনি ও তার সহযোগীরা নিয়মিত চাঁদাবাজি, মিথ্যা মামলা তৈরি, মামলা দিয়ে অর্থ আদায়সহ নানা বেআইনি কর্মকাণ্ডে জড়িত ছিলেন। এছাড়া, আকাশের নেতৃত্বে গড়ে ওঠা একটি কিশোর গ্যাং উত্তরা এলাকায় মারামারি, বিশৃঙ্খলা ও মব সৃষ্টির ঘটনা ঘটিয়েছে বলেও জানা যায়। সূত্র আরও জানায়, সম্প্রতি আকাশের নেতৃত্বে তিন সাংবাদিকের ওপর সন্ত্রাসী হামলা, হুমকি ও ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ ওঠে। সিসিটিভি ফুটেজে ওই হামলার প্রমাণ পাওয়ার পর সেনাবাহিনী বিশেষ অভিযান চালিয়ে আকাশ ও তার সহযোগীদের গ্রেপ্তার করে। বর্তমানে গ্রেপ্তার তিনজনকে দিয়াবাড়ি আর্মি ক্যাম্পে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। উল্লেখ্য, গত ৩০ সেপ্টেম্বর বিকেলে উত্তরা ৭ নম্বর সেক্টরের রেড চিকেন রেস্টুরেন্টে দৈনিক...