একদিন পরই বিসিবি নির্বাচন। শেষ মুহূর্তে আবারও তৈরি হয়েছে শঙ্কা। জমে উঠেছে মাঠের বাইরের খেলা। বিসিবি নির্বাচন পেছানোসহ তিন দফা দাবি জানিয়েছে ঢাকার ক্লাবগুলো। আজ শনিবার (৪ আগস্ট) সংবাদ সম্মেলনে দাবি উত্থাপন করেন ঢাকার সংগঠকরা। ‘বিসিবি নির্বাচনে নোংরামির বিরুদ্ধে ক্লাব, সংগঠক ও কাউন্সিলরদের প্রতিবাদ’—এই ব্যানারে আয়োজিত সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন বিসিবি নির্বাচনে মোহামেডান ক্লাবের কাউন্সিলর মাসুদউজ্জামান। তার সঙ্গে ঢাকার প্রথম সারির বেশ কয়েকটি ক্লাবের প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন। সংবাদ সম্মেলনে বলা হয়, আগামীকালের মধ্যে তিন দফা দাবি না মানলে...