প্রথম পাঁচ বলে রানই পাননি। ষষ্ঠ বলে ব্যাট থেকে আসে প্রথম রান, আর সেটিই ছক্কা। ছক্কা মেরে রানের খাতা খোলা হারজাস সিং এরপর যা করলেন, তা অবিশ্বাস্য। খেললেন মাত্র ১৪১ বল, করলেন ৩১৪ রান! ট্রিপল সেঞ্চুরির সেই ইনিংসে চার মাত্র ১২টি, ছক্কা ৩৪টি। এর অনেকগুলোই উড়ে গেছে মাঠের বাইরে। হারিয়ে গেছে বলও। হারিয়ে যাওয়া বলগুলোর মোট মূল্য প্রায় ২ হাজার অস্ট্রেলিয়ান ডলার (বাংলাদেশি মুদ্রায় প্রায় ১ লাখ ৬০ হাজার টাকা)। ২০ বছর বয়সী হারজাস ধুমধাড়াক্কা ইনিংসটি খেলেছেন নিউ সাউথ ওয়েলস ফার্স্ট গ্রেড ক্রিকেটে। সিডনির শীর্ষ ওয়ানডে প্রতিযোগিতাটিতে আজ ওয়েস্টার্ন সাবআর্বসের হয়ে সিডনি ক্রিকেট ক্লাবের বিপক্ষে এই কীর্তি গড়েন তিনি। ভারতীয় বংশোদ্ভূত হারজাস গত বছর অস্ট্রেলিয়ার হয়ে অনূর্ধ্ব–১৯ বিশ্বকাপে খেলেছেন। অ্যাশফিল্ডের প্রাটেন পার্কে অনুষ্ঠিত ম্যাচটিতে প্রথমে ব্যাট করে ওয়েস্টার্ন সাবআর্বস করে...