০৪ অক্টোবর ২০২৫, ০৭:৪৬ পিএম | আপডেট: ০৪ অক্টোবর ২০২৫, ০৭:৪৬ পিএম ভারতীয় ক্রিকেটে শেষ হলো আরও একটি অধ্যায়ের। ২০২৭ ওয়ানডে বিশ্বকাপকে সামনে রেখে রোহিত শর্মাকে সরিয়ে শুবমান গিলকে অধিনায়ক ঘোষণা করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। গত মে মাসে তিনি ভারতের টেস্ট দলের অধিনায়কের দায়িত্ব গ্রহণ করেন। গত বছর টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের পর ২০ ওভারের ফরম্যাট থেকে অবসর নেন রোহিত শর্মা ও বিরাট কোহলি। এরপর চলতি বছরের মে মাসে ইংল্যান্ড সফরের আগে টেস্ট ক্রিকেট থেকেও অবসর নেন তারা। ফলে ওয়ানডে দলে রোহিত ও কোহলির জায়গা পাওয়া অনিশ্চয়তার মুখে পড়ে যায়। তবে আসন্ন অস্ট্রেলিয়া সফরের ওয়ানডে সিরিজের দলে রাখা হয়েছে রোহিত ও কোহলিকে। যদিও তারা দলে থাকলেও নেতৃত্বে নেই রোহিত। গত মার্চে রোহিতের নেতৃত্বেই চ্যাম্পিয়ন্স ট্রফির শিরোপা জিতেছিল ভারত। রোহিতের অধিনায়কত্ব...